যেকোনো জায়গা চিনতে আমরা হরহামেশা গুগলের মানচিত্র বা ম্যাপ ব্যবহার করি। তবে অনেক সময় গুগল ম্যাপে চাহিদা অনুসারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। আবার বাণিজ্যিক উদ্দেশ্যে গুগল ম্যাপ ব্যবহারের খরচও অনেক বেশি। এ সমস্যার সমাধান এনেছে ‘বাড়িকই’ নামের দেশীয় একটি স্টার্টআপ।
গ্রাহকের চাহিদা অনুসারে বাণিজ্যিকভাবে ম্যাপসেবা দেয় ‘বাড়িকই’। যেকোনো বাসা, দোকান বা প্রতিষ্ঠানের হোল্ডিং ঠিকানা, লাইভ লোকেশন, প্রতিষ্ঠানের ধরন প্রভৃতি তথ্য সরবরাহ করে তারা। আর এ সেবা নেয় ই–কমার্স প্ল্যাটফর্ম, সরবরাহ খাত, ব্যাংকসহ সরকারি–বেসরকারি ৬০টির বেশি প্রতিষ্ঠান। ম্যাপসেবা দিয়ে স্টার্টআপটি বছরে প্রায় আড়াই কোটি টাকা আয় করছে।
‘বাড়িকই’–এর দুই সহপ্রতিষ্ঠাতা হলেন মো. আল আমিন সরকার ও সাদমান সাকিব। দুজনেই নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। নিজেদের কাজ সম্পর্কে আল
No comments:
Post a Comment